ঢাকা Friday, 26 April 2024

বগুড়ায় বাসচাপায় মৃতের সংখ্যা বেড়ে ৫

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 23:03, 23 February 2023

বগুড়ায় বাসচাপায় মৃতের সংখ্যা বেড়ে ৫

বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আরও একজন নিহত হয়েছেন। এ নিয়ে দুর্ঘটনাটিতে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়াল।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

নিহত পাঁচজনের মধ্যে তিনজনের নাম–পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা হলেন বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর কদমতলী গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক হযরত আলী (৩৫), ধুনট উপজেলার বেড়েরবাড়ি গ্রামের কাপড় ব্যবসায়ী গোলাম রব্বানী বাদশা (৬০) এবং অটোরিকশার যাত্রী গাবতলী উপজেলার কোলাকোপা গ্রামের শাহানা বেগম (৩৫)। এ ছাড়া অজ্ঞাতপরিচয় এক যুবক ও ১০ বছরের শিশুর নাম–পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা থেকে একটি যাত্রীবাহী বাস বগুড়া দ্বিতীয় বাইপাস সড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পরে ওই এলাকায় পৌঁছামাত্র ধুনটগামী অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার এক নারীসহ চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় ওই নারীর শিশুকন্যাসহ (৯) অন্য এক যাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই শিশুও মারা যায়।

উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান,  দুর্ঘটনার পরপরই চারজন নিহত হয়েছেন।পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শিশু মারা গেছে। এ সময় বাস ও অটোরিকশায় আগুন ধরে যায়। কেউ কেউ বলছেন, সংঘর্ষের কারণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরেছে। অনেকেই আবার বলছে, বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।