ঢাকা Thursday, 25 April 2024

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবি, ২ নারী পর্যটকের মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি 

প্রকাশিত: 02:32, 21 February 2023

আপডেট: 02:33, 21 February 2023

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবি, ২ নারী পর্যটকের মৃত্যু

রাঙ্গামাটি শহরের ডিসি বাংলো এলাকায় হ্রদের পানিতে ভেসে উঠা গাছের সাথে ধাক্কা লেগে পর্যটকবাহী বোট ডুবিতে ২ নারী পর্যটকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ৩ জনকে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাঙ্গামাটি পর্যটন স্পট থেকে ফেরার পথে এই বোট দুর্ঘটনা ঘটে। নিহত দুই নারী জয়পুরহাট জপলার ৫ বিবি থানা এলাকার বাসিন্দা পুস্প রানী ও চায়না রানী। 

রাঙ্গামাটি হাসপাতালে ভর্তি আহতরা হলেন নমিতা বর্মন, মিনা রানী ও সচিন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাঙ্গামাটি ডিসি বাংলো এলাকার  সন্ধ্যার দিকে হ্রদ এলাকায় হৈচৈ শোনা যায়।  দেখা যায় হ্রদে ভেসে উঠা গাছ এলাকায় একটি বোট ডুবে যাচ্ছে।  তাৎক্ষণিক স্থানীয় বোট চালক ও স্থানীয় উদ্ধার এসে উদ্ধার কাজে অংশ নেয়। পরে সেখানে ফায়ার সার্ভিস, জেলা পুলিশের সদস্যরা যুক্ত হন। এ ঘটনায় আরও ৬০ জনকে জীবীত উদ্ধার করা হয়েছে। 

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌকাডুবির ঘটনায় আমাদের কাছে পাঁচজনকে আনা হয়েছিল। তার মধ্যে দুইজন হাসপাতালে আনার আগেই মারা যান। আর বাকি তিনজনের চিকিৎসা চলছে। একজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।