ঢাকা Thursday, 25 April 2024

আমদানি-রফতানি শুরু আখাউড়া স্থলবন্দর দিয়ে

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 17:59, 28 January 2023

আমদানি-রফতানি শুরু আখাউড়া স্থলবন্দর দিয়ে

সরস্বতী পূজার কারণে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এবং শুক্রবার (২৭ জানুয়ারি) সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। দুদিনের ছুটি শেষে শনিবার (২৮ জানুয়ারি) সকাল থেকে এই বন্দর দিয়ে ফের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার সরস্বতী পূজা উপলক্ষে ভারতের ত্রিপুরার আগরতলা স্থলবন্দরের ব্যবসায়ী সংগঠন ‘ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টার’-এর সাধারণ সম্পাদক শিব শংকর দেব স্বাক্ষরিত একটি প্যাডে, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের বিষয়টি বাংলাদেশের আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীদের জানানো হয়। 

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক স্বপন কুমার দাস জানান, আমদানি-রফতানি বন্ধ থাকলেও ওই দুইদিন বন্দর দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।