ঢাকা Friday, 29 March 2024

তেঁতুলিয়ায় তাপমাত্রা ৮.১ ডিগ্রি সেলসিয়াস

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: 19:51, 22 January 2023

আপডেট: 20:21, 22 January 2023

তেঁতুলিয়ায় তাপমাত্রা ৮.১ ডিগ্রি সেলসিয়াস

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। পাল্লা দিয়ে কমছে তাপমাত্রাও। হিমালয় থেকে বয়ে আসা পাহাড়ী হিমেল হাওয়ার সাথে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা পড়ে থাকে পুরো জেলা। ভারী জানবাহন হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

রোববার (২২ জানুয়ারি) জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

হিমালয়ের কাছে হওয়ায় পঞ্চগড়ে বরাবরই শীতের প্রকোপ বেশি থাকে। শীতকালে বেশির ভাগ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে প্রান্তিক এ জেলায়। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়ছে ঠান্ডা, বাড়ছে শীতের অনূভূতি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। সকাল ১১টা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকছে বিভিন্ন এলাকা। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন।