ঢাকা Friday, 29 March 2024

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 17:36, 19 January 2023

আপডেট: 19:59, 19 January 2023

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.০ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে স্থানীয় বদলগাছী আবহাওয়া অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬.০ দশমিক ডিগ্রি সেলসিয়াস।

ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করে। তবে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে। আস্তে আস্তে আবহাওয়া আরও নিম্নমুখী হতে পারে বলে জানান তিনি।

এদিকে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, ঠাণ্ডা প্রভাব বাড়ার ফলে জেলার ১১টি উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের নির্দেশনা দেয়া হয়েছে। এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তারা শীতবস্ত্র বিতরণ শুরু করেছে।