ঢাকা Friday, 26 April 2024

দেশে সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 17:24, 12 January 2023

আপডেট: 18:58, 12 January 2023

দেশে সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

রাজধানীতে শীত কিছুটা কম হলেও সারাদেশে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার পঞ্চগড়ে সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

ঘন কুয়াশার কারণে ভোর সাড়ে ৫টা থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে দুটি ফেরি আটকা পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।

এদিকে, সকাল ৬টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

শীতে সবচেয়ে কষ্ট আছে খেটে খাওয়া মানুষ। যাদের প্রতিদিন রুটি-রুজির সন্ধানে সকাল বেলায় কাজে বের হতে হয় তারা প্রচণ্ড শীতে কাবু হয়ে যাচ্ছে। দিন-মজুর, রিকশা-ভ্যান চালক সবাই শীতে জবুথবু।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ জানিয়েছেন, হাসপাতালে শয্যা সংকট রয়েছে। তবে পর্যাপ্ত স্যালাইন ওষুধ আছে। রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।