ঢাকা Thursday, 25 April 2024

খোকসায় বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: 00:48, 1 December 2022

খোকসায় বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কুষ্টিয়ার খোকসাতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে দুদিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াড ২০২২ সমাপ্ত হয়েছে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩০ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. বাবুল আখতার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা ও আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াডে ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬টি স্টলের আয়োজন করা হয়। এদের মধ্যে আটটি ডিসপ্লে প্রদর্শিত হয়। 

পরে বিজ্ঞান অলিম্পিয়াডে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অনুষ্ঠানের অন্যান্য অতিথি।