ঢাকা Saturday, 20 April 2024

লিখিত পরীক্ষায় প্রক্সিতে পাস, ভাইভায় ধরা

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: 00:58, 30 November 2022

আপডেট: 00:58, 30 November 2022

লিখিত পরীক্ষায় প্রক্সিতে পাস, ভাইভায় ধরা

পঞ্চগড় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সির মাধ্যমে উত্তীর্ণ হলেও মৌখিক পরীক্ষায় এসে ধরা পড়েছেন মোছা. ইয়াসমিন (২১) ও মৌসুমী আক্তার (২৮) নামে দুই চাকরি প্রত্যাশী। এ ঘটনায় জড়িত আরো দুজনকে আটকসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়।

গতকাল সোমবার (২৮ নভেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা পড়েন ইয়াসমিন এবং মৌসুমী। 
ইয়াসমিন আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের তেলীপাড়া গ্রামের ইসলাম উদ্দীনের মেয়ে। মৌসুমী একই ইউনিয়নের নলপুকুরী গ্রামের লতিফুর রহমানের মেয়ে।

অন্য তিন আসামি হলেন - ইয়াসমিনের স্বামী এ এইচ আর মাসুদ রয়েল (২৮), ভাই সাইদুর রহমান (২৪) এবং দুলাল নামে এক ব্যক্তি। তাদের মধ্যে দুলাল পলাতক।

মামলা সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর পঞ্চগড়ে পরিবার কল্যাণ সহকারী পদে নিয়োগের লিখিত পরীক্ষা হয়। ওই পরীক্ষায় ইয়াসমিন এবং মৌসুমী উত্তীর্ণ হন। নিয়ম অনুযায়ী তারা ২৮ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিতে আসেন। কিন্তু তাদের কথাবার্তায় অসংলগ্নতা প্রকাশ পায়। এক পর্যায়ে তাদের লিখতে দেয়া হয়; কিন্তু লিখিত পরীক্ষার উত্তরপত্রের সঙ্গে তাদের লেখার কোনো মিল না থাকায় নিয়োগ বোর্ডের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন, লিখিত পরীক্ষা প্রক্সির মাধ্যমে তারা পাস করেছেন। 

মামলায় উল্লেখ করা হয়, ইয়াসমিনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, তার ভাই সাইদুর রহমান এবং স্বামী এ এইচ আর মাসুদ রয়েল তাকে লিখিত পরীক্ষায় প্রক্সির মাধ্যমে পাস করাতে সহায়তা করেন। পরে ভাইবা বোর্ড কৌশলে সাইদুর এবং মাসুদ রয়েলকেও ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেন। 

তারা জানান, পঞ্চগড় সদরের ধাক্কামারা এলাকার দুলাল নামে এক ব্যক্তির সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি হয় ইয়াসমিনের চাকরির জন্য। 

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।