ঢাকা Saturday, 20 April 2024

লক্ষ্মীপুরে ছাত্রদল-পুলিশ হাতাহাতি, আহত ১৩

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: 03:06, 25 November 2022

লক্ষ্মীপুরে ছাত্রদল-পুলিশ হাতাহাতি, আহত ১৩

লক্ষ্মীপুর শহরে ঝটিকা মিছিল বের করেছে ছাত্রদল। এ সময় পুলিশ বাধা দিলে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ প্রায় ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা শহরের বাজার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ নেতাদের ওপর হামলার ঘটনায় লক্ষ্মীপুর বিক্ষোভ মিছিল বের করা হয়।

জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন মিছিলের নেতৃত্ব চজবাজার থেকে মিছিলটি শুরু হয়ে বাজার ব্রিজ পার হলেই পুলিশের বাধার মুখে পড়ে।

আহত পুলিশ সদস্যরা হলেন- শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আনিসুজ্জামান, কনস্টেবল সফিক ও জিসান। অপরদিকে, ছাত্রদলের আহত নেতাকর্মীরা হলেন- আশরাফ হোসেন, সাজ্জাদ হোসেন শুভ, সোহেল, রাসেল মাহমুদ, সাব্বির হোসেন, সুহাস হান্নান, নোবেল আহমেদ, শাওন হাওলাদার, শহীদুল ইসলাম, ইকরাম, মো. শাহীন ও ফারুক হোসেন। তারা ছাত্রদলের বিভিন্ন শাখার নেতাকর্মী।

পরে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। তবে এ সময় কাউকে আটক করার খবর পাওয়া যায়নি। পুলিশের দাবি, ছাত্রদলের লোকজন মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। হয়েছে। অন্যদিকে ছাত্রদল নেতারা দাবি করেছে, পুলিশ তাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়ে নেতাকর্মীদের গায়ে হাত তোলে। এতে তাদের ৮-১০ জন কর্মী আহত হয়। 

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন জানান, পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছে। এ সময় ঘুষি-লাথিতে ৮-১০ জন নেতাকর্মী আহত হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা হঠাৎ করে বাজারে মিছিল নিয়ে বের হয়। এতে যানজট লেগে যায়। পুলিশ তাদের সরাতে গেলে মিছিলে থাকা কয়েকজন ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।