ঢাকা Tuesday, 16 April 2024

ময়মনসিংহে চুরি যাওয়া ২১ সেচপাম্প মোটর উদ্ধার, গ্রেফতার ২

ব্যুরো প্রধান, ময়মনসিংহ

প্রকাশিত: 01:09, 24 November 2022

ময়মনসিংহে চুরি যাওয়া ২১ সেচপাম্প মোটর উদ্ধার, গ্রেফতার ২

ময়মনসিংহের বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া ২১টি সেচপাম্প মোটর উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে গ্রেফতার করা হয়েছে।  

জানা গেছে, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বিশেষ অভিযান চালিয়ে বুধবার (২৩ নভেম্বর) শহরতলির চরাঞ্চলের জয়বাংলা বাজার ও তারাকান্দার খামারের বাজার থেকে চুরি যাওয়া মোটরগুলো উদ্ধার ও দুজনকে গ্রেফতার করেন। 

এ বিষয়ে ওসি শাহ কামাল আকন্দ জানান, বুধবার পুলিশের একটি দল কোতোয়ালি মডেল থানাধীন জয়বাংলা বাজার এবং তারাকান্দা থানাধীন খামারের বাজারে অভিযান চালায়। সেখান থেকে সেচপাম্প মোটর চুরির আসামি তারাকান্দা থানার পলাশকান্দা গ্রামের আজাহারুল ইসলাম (২২) ও কোতোয়ালি থানার ভবানীপুর গ্রামের সাব্বিরকে (২৬) গ্রেফতার করা হয়। পরে আসামিদের তথ্যানুসারে শরীফ এন্টারপ্রাইজ ইলেকট্রনিক্স নামের দোকান থেকে বিভিন্ন কোম্পানির মোট ২১টি পুরনো মোটর উদ্ধার করা হয়। 

এদিকে কোতোয়ালি মডেল থানার কর্মকর্তারা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্যান্য মামলায় গত ২৪ ঘণ্টায় আরো নয়জনকে গ্রেফতার করেছেনে।