ঢাকা Thursday, 25 April 2024

রুমা-রোয়াংছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ল

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 02:02, 21 November 2022

রুমা-রোয়াংছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ল

বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণ-নিষেধাজ্ঞা বাড়িয়ে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। রোববার (২০ নভেম্বর) বিকেলে বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হওয়ায় নিরাপত্তা বিবেচনায় রুমা ও রোয়াংছড়ি দুটি উপজেলায় ভ্রমণে প্রথম দফায় সাময়িক নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল গত ১৮ অক্টোবর। অভিযান অব্যাহত থাকায় চলমান নিষেধাজ্ঞা অষ্টম দফায় আরো সাতদিন বাড়িয়ে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। রুমা ও রোয়াংছড়ি ছাড়া অন্যসব উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সূত্রে জানা যায়, বান্দরবান জেলার রুমা ও রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে প্রায় দুই মাস ধরে। সাঁড়াশি অভিযানের কারণে ভ্রমণকারীদের নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের ভ্রমণে রুমা ও রোয়াংছড়ি উপজেলার সাময়িক নিষেধাজ্ঞা অষ্টম দফায় বাড়ানো হলো।