ঢাকা Thursday, 28 March 2024

পাচারকালে ৩৭৭ কচ্ছপ উদ্ধার করল র‌্যাব

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 19:51, 19 November 2022

পাচারকালে ৩৭৭ কচ্ছপ উদ্ধার করল র‌্যাব

ছবি : সংগৃহীত

অবৈধভাবে পাচারকালে ৩৭৭টি কচ্ছপ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় পাচারে জড়িত থাকার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন পাচারকারীকে কারাদণ্ড দেয়া হয়েছে।  

জানা গেছে, শুক্রবার (১৮ নভেম্বর) র‌্যাব-৬-এর একটি দল জানতে পারে বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকায় কিছু পাচারকারী অবৈধভাবে বন্যপ্রাণী পাচার করছেন। এরপরই আভিযানিক দলটি ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বয়রার বিভাগীয় বন কর্মকর্তার সমন্বয়ে বাগেরহাটের ফকিরহাট এলাকার কাটাখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

আদালত অবৈধভাবে বন্যপ্রাণী কচ্ছপ পাচারের দায়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ধারা অনুযায়ী মাদারীপুরের মনিরুজ্জামান (৩৮), বাগেরহাটের মোড়েলগঞ্জের আরিফুল ইসলাম বাচ্চু (৩৭) ও বাগেরহাটের ফকিরহাটের দিলীপ রায়কে (৩৫) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ সময় তাদের তাদের কাছ থেকে ৩৭৭টি কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধার করা কচ্ছপগুলো খুলনার বয়রায় বিভাগীয় বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।