ঢাকা Wednesday, 24 April 2024

জয়পুরহাটে বিজিবি সদস্য নিহত

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 21:08, 18 November 2022

আপডেট: 21:11, 18 November 2022

জয়পুরহাটে বিজিবি সদস্য নিহত

গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের এক সদস্য। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওই বিজিবির সদস্যের নাম নেপাল দাস। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার মেঘচাষী গ্রামের নারায়ণ দাসের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে নেপাল বিজিবির পাঁচবিবি বিশেষ ক্যাম্পে অবস্থান করছিলেন। এ সময় তিনি গুলিতে আহত হন। পরে তাকে গুরুতর অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুন্নবী তাকে মৃত ঘোষণা করেন। 

শুক্রবার (১৮ নভেম্বর) জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, ওই বিজিবি সদস্য গুলিতে নিহত হয়েছেন। তার পিঠ, বুক ও ডান হাতে ক্ষতের চিহ্ন আছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর বিষয়টি আরো পরিষ্কার বলা যাবে।

জয়পুরহাট সদর থানা পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে বিজিবির পাহারায় নেপালের মরদেহ রাতেই ফরিদপুরে তার গ্রামের বাড়িতে নেয়া হয়।

জয়পুরহাট থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম সারোয়ার সাংবাদিকদের বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। দেখে মনে হয়েছে গুলিবিদ্ধ। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবির পোশাক পরা অবস্থায় এক ব্যক্তির লাশ হাসপাতালে আনা হয়। ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। বুকে গুলির চিহ্ন রয়েছে।

এ বিষয়ে বিজিবি-২০ জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম ও পাঁচবিবি বিশেষ ক্যাম্প কমান্ডারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের ফোনে পাওয়া যায়নি।