ঢাকা Tuesday, 23 April 2024

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু 

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 03:26, 17 November 2022

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু 

আর্জেন্টিনার ভক্ত তানবীর হাসান তন্ময় (১৫)। আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ-২০২২। তাই প্রিয় দলের পতাকা নিজ বাসার ছাদে টানাতে গিয়েছিলেন তিনি। সেই কাজ করতে গিয়েই বিদ্যুৎতায়িত হয়ে মারা যান তন্ময়।  

ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের সখীপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড এলাকায় বুধবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে।  

তন্ময় উপজেলার আড়াইপাড়া গ্রামের সোহেল রানার ছেলে এবং সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।  
পরিবার সূত্রে জানা গেছে, বাসার পাঁচতলার ছাদে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়েছিল তন্ময়। কাঁচা বাঁশে পতাকা বেঁধে ছাদের রডের সঙ্গে আটকাতে গিয়ে সে বিদ্যুতায়িত হয়। এ সময় ওই ভবনের এক নারী ঘটনা বুঝতে পেরে তার মাকে খবর দেন।

পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে তন্ময়কে উদ্ধার করেন এবং সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।