ঢাকা Wednesday, 24 April 2024

নেত্রকোনায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 01:02, 17 November 2022

নেত্রকোনায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক

নেত্রকোনার মোহনগঞ্জে অটোরিকশা স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। শহরের রেলস্টেশন এলাকায় প্রায় তিন ঘণ্টা চলা এ সংঘর্ষে পুলিশের একজন এসআইসহ অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে হওয়া এই সংঘর্ষে আহতদের মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে আকাশ মিয়া ও জোসেফ মিয়া নামে দুই ব্যক্তিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, অটোরিকশা স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে মোহনগঞ্জের বিরামপুর ও বড়কাশিয়া গ্রামের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয় বুধবার। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষকালে পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। 

এ বিষয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।