ঢাকা Thursday, 25 April 2024

‘মানুষ যখন ঘুমায়, শেখ হাসিনা তখন জেগে থাকেন’

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: 02:12, 16 November 2022

আপডেট: 02:14, 16 November 2022

‘মানুষ যখন ঘুমায়, শেখ হাসিনা তখন জেগে থাকেন’

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, দেশের মানুষ যখন ঘুমায়, শেখ হাসিনা তখন জেগে থাকে। যাতে দৈত্য-দানবের বিষাক্ত নিঃশ্বাস দেশকে বিষাক্ত না করতে পারে। সেইসাথে তিনি একটি সবুজ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। পৃথিবীর কোনো দেশেই বিনা মূল্যে সরকার থেকে বছরের পয়লা দিন শিক্ষার্থীরা ব‌ই পায় না। একমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই তা দিয়ে থাকেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে শেরপুর জেলার নকলা উপজেলা আওয়ামী লীগের ত্রী-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন তিনি। এদিন দুপুর ১টায় শহরের জালালপুরে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

সম্মলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনের এমপি বেগম মতিয়া চৌধুরী।

এছাড়া, সম্মেলনের প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. চন্দন কুমার পাল। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আম্বিয়া খাতুন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং প্রমুখ। এ সময় জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৭ বছর পর শেরপুর জেলার নকলা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো। এর আগে, ২০১৫ সালে সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই কমিটির সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বপ্রাপ্ত হন উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মোছা. আম্বিয়া খাতুন।