ঢাকা Wednesday, 24 April 2024

শরীয়তপুরে মাছের খামারে কুমির  

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 22:52, 15 November 2022

শরীয়তপুরে মাছের খামারে কুমির  

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাওলপুরে একটি মাছের খামারে প্রায় আট ফুট লম্বা একটি কুমির ধরা পড়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ১টায় আলাওলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গনি বেপারী এ তথ্য জানান। 

তিনি বলেন, সোমবার (১৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে মাছ খেতে এসে আলাওলপুর ইউনিয়নের পাজালকান্দি এলাকার একটি মাছের খামারে পাতা ফাঁদে কুমিরটি আটকা পড়ে। খামারটির মালিক আব্দুল খলিল কাজি। সম্প্রতি তার মাছের খামারের পাড়ে গর্ত দেখে সেখানে কুমির আসে বলে সন্দেহ হয় স্থানীয়দের। পরে ফাঁদ পেতে কুমিরটি ধরা হয়। কুমিরটি প্রায় আট ফুট লম্বা।

এ ব্যাপারে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফি বিন কবির বলেন, সোমবার রাতেই বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরের পরিচালকের সঙ্গে কথা হয়েছে। তাকে কুমিরের ছবি ও ভিডিও পাঠিয়েছি। তারা জানিয়েছেন, এটা নোনা পানির কুমির। ঢাকা থেকে পাঁচ সদস্যের একটি দল কুমিরটি উদ্ধার করতে আসছে বলে জানান তিনি।