ঢাকা Saturday, 20 April 2024

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 19:32, 15 November 2022

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দুপক্ষের সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নুরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, সোমবার (১৪ নভেম্বর) বিকেলে দরিয়াদৌলত ইউনিয়নের বাখরনগর গ্রামে সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সমর্থক ও রব্বান মিয়া গ্রুপের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষ হয়।

আহতরা হলেন - রফিক (৩৫), আশরাফ (২৫), সোহেল রানা (৩৮), সালমান (৪০), হেলেনা (৪২), ইমরান (১৮), সাইফুল ইসলাম (৪৫), নিপু (৪২), সানি (১৩) ও রাসেল (৩৭)। তাদের চিকিৎসা দেয়া হয়েছে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে। এছাড়া রাসেল মিয়া নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে ঢাকার পঙ্গু হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রব্বান মিয়া ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। সোমবার বিকেলে তাদের লোকজনের মধ্যে কথাকাটাকাটির জেরে টেঁটা, দা, ছুরি নিয়ে সংঘর্ষ বেধে যায়। 

ওসি নুরে আলম বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কিছু টেঁটা উদ্ধার করা হয়েছে। আহতরা বাঞ্ছারামপুর, নরসিংদী ও ঢাকায় চিকিৎসা নিচ্ছেন।