ঢাকা Thursday, 28 March 2024

শেরপুরে স্ত্রী হত্যাকারী স্বামী ১১ বছর পর গ্রেফতার

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: 01:18, 15 November 2022

শেরপুরে স্ত্রী হত্যাকারী স্বামী ১১ বছর পর গ্রেফতার

শেরপুরে স্ত্রী হত্যামামলায় আত্মগোপনে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী ফুরকান আলীকে (৩৫) ১১ বছর পর গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব। রোববার রাত দেড়টার দিকে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি দল জামালপুর জেলার সদর থানার নান্দিনা এলাকা থেকে তাকে আটক করে। 

ফুরকান আলী শ্রীবরদী থানার কেল্লাকান্দি গ্রামের মো. ময়দান আলীর ছেলে।

র‌্যাব জানায়, ফুরকান আলীর সঙ্গে শ্রীবরদী থানার ঘেরামারা গ্রামের জব্বার আলীর মেয়ে জহুরা বেগমের ছয় বছর আগে বিয়ে হয়। জুয়ায় আসক্ত ফুরকান যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। যৌতুকের টাকা দিতে না পারায় ফুরকান ২০১১ সালের ২ জুলই রাতে জহুরাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখেন। এ ঘটনার পরদিন নিহতের ভাই মো. ফজলুল হক শ্রীবরদী থানায় মামলা করেন।

হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ছিলেন ফুরকান। এই দীর্ঘ সময়ে তিনি দেশের বিভিন্ন স্থানে কখনো অটোচালক, শ্রমিক, দিনমজুর, বাসের হেলপার হিসেবে কাজ করেছেন। 

চলতি বছর ১০ মে ফুরকানকে মৃত্যুদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করে রায় দেন আদালত।