ঢাকা Wednesday, 24 April 2024

বরগুনায় সম্মেলনে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩০

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 02:29, 31 October 2022

বরগুনায় সম্মেলনে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩০

বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। রোববার (৩০ অক্টোবর) দুপুরে এই সংঘর্ষ হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিকও রয়েছেন। রাতে আমতলী থানার ওসি এ কে এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

সংঘর্ষে আহত সাংবাদিকরা হলেন - অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, সিফাত, সোহাগ মিয়া, সোহাগ হাফিজ, মাহবুবুল আলম, সাইফুল ইসলাম ও জাহিদ। তাদের আমতলী ও বরগুনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। 

এছাড়া আহত শাহীন, সোহেল রানা, জিএম মুছা, জিএম হাসান, গাজী রুবেল, গাজী মো. বায়েজিদ, রাকিবুল ইসলাম, আলী হোসেন, জসিম হাওলাদার, তাজুল ইসলাম, মুববি সরোয়ার সোয়াম, মধু মোল্লা, দুলাল পাহলান, ময়জদ্দিনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

অন্যদিকে জিএম মুছা, সোহেল রানা, বায়েজিতকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়। এ সময় সাধারণ সম্পাদক প্রত্যাশী জিএম ওসমানী হাসান বক্তব্য দেন। তার বক্তব্যের পরই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বাদল খান উসকানিমূলক বক্তব্য দেন। তার বক্তব্যের প্রতিবাদ করেন আমতলী উপজেলা যুবলীগের সভাপতি জিএম হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র নাজমুল আহসান নান্নু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান মিয়া ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছা। 

এ নিয়ে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সভাস্থলের চেয়ার ভাঙচুর করা হয়। পরে আমতলী এ কে স্কুল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (বরিশাল অঞ্চল) অ্যাডভোকেট আফজাল হোসেন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদসহ কেন্দ্রীয় নেতারা বারবার দুই গ্রুপকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এ সময় কেন্দ্রীয় নেতারা সভামঞ্চ ছেড়ে চলে যান। 

আমতলী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম মুছা বলেন, আখতারুজ্জামান বাদল খানের উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদ করায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের সন্ত্রাসী বাহিনী আমাদের ওপর হামলা করে। এ হামলায় আমার পক্ষের ১৮ নেতাকর্মী আহত হয়েছেন। 

এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খানের মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেননি।

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদ বলেন, সাংবাদিকদের ওপর হামলা করা দুঃখজনক। আমি সাংবাদিকদের কাছে ক্ষমাপ্রার্থী।

এ বিষয়ে ওসি এ কে এম মিজানুর রহমান বলেন, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।