ঢাকা Thursday, 28 March 2024

বাংলাদেশ-মিয়ানমারের পতাকা বৈঠক শুরু

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 17:55, 30 October 2022

বাংলাদেশ-মিয়ানমারের পতাকা বৈঠক শুরু

বাংলাদেশ সীমান্তে চলমান উত্তেজনা নিরসনের লক্ষ্যে কক্সবাজারে পতাকা বৈঠকে বসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

রোববার (৩০ অক্টোবর) সকাল ১০টায় বৈঠক শুরু হয়। টেকনাফের শাহাপরীর দ্বীপে হচ্ছে বৈঠক। বিজিবির জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিজিবির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মাহমুদ ইফতেখার। আর মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ১১ বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের অধিনায়ক পুলিশ কর্নেল ইয়ে ওয়াই শো।

আলোচনা শেষে বিকেলে ব্রিফিং করে বৈঠকের বিষয়ে জানাবেন দুই দেশের প্রতিনিধি দলের প্রধানরা।