ঢাকা Friday, 29 March 2024

কক্সবাজারে সন্ত্রাসীদের হামলায় নিহত দুই রোহিঙ্গা

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 17:31, 16 October 2022

আপডেট: 20:43, 16 October 2022

কক্সবাজারে সন্ত্রাসীদের হামলায় নিহত দুই রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের হামলায় দুই মাঝি (কমিউনিটি লিডার) নিহত হয়েছেন।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বালুখালী ১৩ নম্বর ক্যাম্পে ১৮/এ ব্লকে এ ঘটনা ঘটে।
 
উখিয়া ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, বালুখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১৮ ব্লকে ১৫ থেকে ২০ জনের একদল দুষ্কৃতকারী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি মো. আনোয়ার এবং ব্লক মাঝি মৌলভী মো. ইউনুসের ওপর হামলা চালায়। এ সময় মাঝিরা স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলে ছিলেন।

তিনি বলেন, এ সময় দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুজনকেই উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় স্বেচ্ছাসেবক ও এপিবিএন সদস্যরা দুজনকে উদ্ধার করে আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসক ইউনুসকে মৃত ঘোষণা করেন। অপর গুরুতর আহত হেড মাঝি আনোয়ারকে এমএসএফ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ার।  

গত এক সপ্তাহে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় এক রোহিঙ্গা নিহত ও অপর এক মাঝি আহত হয়েছেন।