ঢাকা Friday, 19 April 2024

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪ কোটি টাকারও বেশি অর্থ

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 02:20, 2 October 2022

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪ কোটি টাকারও বেশি অর্থ

কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে ৪ কোটি টাকার বেশি অর্থ পাওয়া গেছে। এ পরিমাণ অর্থ অতীতে এই মসজিদের দানবাক্স থেকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সে হিসেবে এই প্রাপ্তিকে রেকর্ড বলছেন তারা। 

শনিবার (১ অক্টোবর) সকালে এই মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। সে সময় ১৫ বস্তা টাকা পাওয়া যায়। 

সন্ধ্যায় দানবাক্সের অর্থ গণনা শেষ হলে জানা যায়, এর মধ্যে ছিল ৩ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৮৮২ টাকা এবং বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রুপার অলংকার। সবমিলিয়ে অর্থের পরিমাণ ৪ কোটি টাকারও বেশি হবে বলে সংশ্লিষ্টরা জানান। এছাড়াও পাওয়া গেছে অসংখ্য চিঠি, যেখানে দরিদ্র ও অভাবগ্রস্তদের রয়েছে নানারকম আকুতি। 

মসজিদটিতে আটটি লোহার দানবাক্স রয়েছে। প্রতি তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হয়। এবার তিন মাস পর দানবাক্সগুলো খোলা হলো।

মসজিদ পরিচালনা কমিটি জানায়, জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের আটটি সিন্দুক খোলা হয়। ১৫ বস্তারও বেশি দেশি-বিদেশি মুদ্রা এবং স্বর্ণ ও রুপার অলংকার মিলেছে। 

পাগলা মসজিদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান, দানবাক্সে ৩ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৮৮২ টাকা এবং বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রুপার অলংকার পাওয়া গেছে। এসব টাকা দিয়ে এখানে আন্তর্জাতিক মানের বহুতল কমপ্লেক্স তৈরি করা হবে।