ঢাকা Friday, 19 April 2024

গাইবান্ধা জেলা আ.লীগের সভাপতি সিদ্দিক, সম্পাদক মোজাম্মেল

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: 01:49, 25 September 2022

গাইবান্ধা জেলা আ.লীগের সভাপতি সিদ্দিক, সম্পাদক মোজাম্মেল

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক পদে মোজাম্মেল হক মন্ডল নির্বাচিত হয়েছেন। শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধা শহরের শাহ আবদুল হামিদ স্টেডিয়াম মাঠে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এই দুই পদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন।

সড়ক ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতিসংঘে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার মতো বাংলা ভাষায় ভাষণ দিয়েছেন। সেই ভাষণ আমরা শুনেছি, কীভাবে তিনি পিতা মুজিবের মতো মানবতার বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে পারেন।

এজন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তিনি যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন, শান্তির জন্য আবেদন করেছেন। তার শান্তি প্রতিষ্ঠার বক্তৃতা বিশ্বব্যাপী প্রসংশিত হয়েছে। তার কণ্ঠস্বর বাংলাদেশকে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি সৈয়দ শামস-উল-আলম। বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য সম্প্রচারমন্ত্রী হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া ও সফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম, আগামী ১২ অক্টোবর অনুষ্ঠেয় গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী  মাহমুদ হাসান রিপন প্রমুখ।

এর আগে, সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন। পরে স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম। বিকেলে গাইবান্ধা সার্কিট হাউজ মিলনায়তনে কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এদিকে, দীর্ঘ সাড়ে ৬ বছর পর আজ শনিবার গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৬ সালের ১২ মার্চ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে গাইবান্ধা জেলার ৩৮৪ জন কাউন্সিলর অংশ নেন। সম্মেলনে প্রায় ৩০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।