ঢাকা Thursday, 25 April 2024

বরগুনায় অর্থ আত্মসাতের অভিযোগে এনজিও মালিককে জুতার মালা

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 21:47, 24 September 2022

বরগুনায় অর্থ আত্মসাতের অভিযোগে এনজিও মালিককে জুতার মালা

বরগুনার তালতলীতে ঘর দেওয়ার নামে দরিদ্রদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করায় এক এনজিওর মালিককে গলায় জুতার মালা পরিয়ে শহরে ঘোরানো হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি শরীয়তপুরের হোসেন খানের ছেলে শাহিন খান। তিনি বাংলাদেশ সমবায় সমকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

স্থানীয়রা জানান, শাহিন খান বাংলাদেশ সমবায় সমকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পরিচয় দিয়ে তালতলীতে দরিদ্রদের মাঝে ঘর, গাভী ও ছাগল দেওয়ার আশ্বাস দিয়ে ১০ থেকে ১৫ হাজার টাকা করে নিয়েছেন। প্রায় ১৩টি পরিবারের কাছ থেকে ৯২ হাজার টাকা নেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা।

তিনি আরও জানান, মাসের পর মাস পেরিয়েও কোনো সহযোগিতা না পাওয়ায় এলাকাবাসীর তোপের মুখে পড়েন শাহিন। শুক্রবার এনজিওটি ভুয়া বলে স্বীকার করেন তিনি। এরপরই স্থানীয়রা তাকে জুতার মালা পরিয়ে শহরে ঘোরান।

এ বিষয়ে জানতে একাধিকবার শাহিন খানের মুঠোফোনে কল করলেও তার ব্যবহৃত নম্বর বন্ধ পাওয়া গেছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, এ ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।