ঢাকা Tuesday, 23 April 2024

‘সার নিয়ে অস্থিরতা তৈরি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে’

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 03:35, 21 September 2022

‘সার নিয়ে অস্থিরতা তৈরি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে’

ছবি: সংগৃহীত

সার নিয়ে অহেতুক অস্থিরতা তৈরি করলে কেউই রেহাই পাবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, দেশে সারের কোনো সংকট নেই। একটি মহল গুজব রটিয়ে ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়।

মঙ্গলবার (২০ সেপ্টম্বর) নওগাঁর মহাদেবপুরে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এমন কথা জানান মন্ত্রী।

সাধন চন্দ্র মজুমদার বলেন, একটি মহল অহেতুক সার নিয়ে প্যানিক সৃষ্টি করছে। যাদের এক বস্তা সার প্রয়োজন, তারা দুই বস্তা সার সংগ্রহের চেষ্টা করছে। যাদের সার প্রয়োজন নেই, তারাও ডিলারের কাছে গিয়ে দীর্ঘলাইন ধরে একটা ঝামেলা তৈরি করে অঘটন ঘটানোর চেষ্টা করছে।

সরকার কৃষকবান্ধব উল্লেখ করে তিনি বলেন, সার, ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির সঙ্গে কেউ অনিয়ম-দুর্নীতি করলে কোনো ছাড় দেয়া হবে না। প্রয়োজনে জেল-জরিমানা, ডিলারশিপ বাতিলসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন খাদ্যমন্ত্রী।

জেডকে