ঢাকা Saturday, 20 April 2024

পটুয়াখালীতে ধরা পড়ল সাড়ে ৪ মণের পাখি মাছ

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 02:29, 16 September 2022

পটুয়াখালীতে ধরা পড়ল সাড়ে ৪ মণের পাখি মাছ

পটুয়াখালীতে ধরা পড়েছে সাড়ে চার মণ ওজনের একটি পাখি মাছ। এর বৈজ্ঞানিক নাম ‘সেইল ফিশ’। মাছটির দৈর্ঘ্য ১২ থেকে ১৪ ফুট। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে মহিপুর আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি নিয়ে আসেন জাহাঙ্গীর মাঝি নামে এক জেলে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে বঙ্গোপসাগরে তার জালে মাছটি ধরা পড়ে বলে জানা গেছে। জাহাঙ্গীর মাঝির বাড়ি চট্টগ্রামে।

তিনি জানান, গত রাতে তাদের জালে সাড়ে ৪ মণ ওজনের পাখি মাছ ধরা পড়ে। মাছটি বেশি বড় হওয়ার কারণে ট্রলারে তুলতে কষ্ট হচ্ছিল। পরে মাছটিকে নিয়ে আসা হয় আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে। 

স্থানীয় বাজারে এ মাছের চাহিদা না থাকায়, ইউনুস বয়াতি নামে এক আড়তদারের কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, পাখিমাছ মূলত দ্রুতগামী মাছ। এসব মাছ গভীর সাগরে বিচরণ করে।