ঢাকা Thursday, 28 March 2024

তিস্তায় ৯১ কেজির বাঘা আইড়

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 23:25, 14 September 2022

আপডেট: 23:25, 14 September 2022

তিস্তায় ৯১ কেজির বাঘা আইড়

ছবি সংগৃহীত

প্রায় ৯১ কেজি ওজনের একটি বাঘা আইড় ধরা পড়েছে নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে নদীর ডালিয়া ব্যারাজের উজানে খগাখড়িবাড়ি ইউনিয়নের পাগল পাড়া এলাকায় স্থানীয় জেলের হাতে ধরা পড়ে মাছটি।

মাছ ব্যবসায়ী কেলাসু বলেন, সকালে উপজেলার পাগলপাড়া তিস্তা এলাকা থেকে মাছটি বিক্রির জন্য নিয়ে আসা হয়। পরে ৮০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেন ওই জেলে।

জানা গেছে, যিনি মাছটি কিনেছেন তিনি নীলফামারী জেলা শহরের শাখামাছা বাজারে দেড় হাজার টাকা কেজি ধরে মাছটি বিক্রি করেন।

স্থানীয়রা জানান, গত বছর তিস্তায় ৩৪ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ ধরা পড়েছিল। বুধবার পাগল পাড়া এলাকায় ৯১ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ ধরা পড়েছে।

তারা আরো জানান, তিস্তা থেকে এর আগে এত বড় মাছ ধরা পড়েনি। মাছটি দেখতে ভিড় জমান উৎসুক জনতা।