ঢাকা Friday, 19 April 2024

মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৮

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 17:59, 11 September 2022

মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৮

মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ওসিসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজৈর উপজেলার বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সপ্তাহখানেক আগে মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় যুবসমাজ। শনিবার বিকেলে বেপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় অংশ নেয় পশ্চিম রাজৈর একাদশ ও বদরপাশা একাদশের খেলোয়াড়রা। খেলায় মাঝামাঝি সময়ে মাঠের ভেতর পশ্চিম রাজৈর একাদশের খেলোয়াড় সুমন আকনের সঙ্গে বদরপাশা একাদশের খেলোয়াড় রাকিব মাতুব্বরের কথা কাটাকাটি হয়। দুজনের মধ্যে হাতাহাতি ও ধস্তধস্তির ঘটনা ঘটে।

একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। এ সময় রাজৈর থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ, সেকেন্ড অফিসার (এসআই) নাজমুল হাসানসহ উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।