ঢাকা Tuesday, 23 April 2024

ফেসবুকে পোস্ট দিয়ে পরিবারের সন্ধান পেলেন পাকিস্তানি তরুণী

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 17:20, 11 September 2022

ফেসবুকে পোস্ট দিয়ে পরিবারের সন্ধান পেলেন পাকিস্তানি তরুণী

ফেসবুকে পোস্ট দিয়ে ২২ বছর আগে হারিয়ে যাওয়া পিতৃপরিচয় খুঁজে পেলেন পাকিস্তানি তরুণী তাহরিম রিদা। তার বাবার বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার ফাজিলের ঘাট এলাকায়।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ৩টা ৫৭ মিনিটে নিজের ফেসবুক আইডি থেকে রিদা ‘আমাদের ফেনী গ্রুপে’ স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, আমি এখানে আমার বাবার পরিবারের সদস্যদের খুঁজতে এসেছি। আমার বাবা বাংলাদেশের ফেনী থেকে পাকিস্তানে এসেছিলেন। তার নাম মুহাম্মদ কাসিম আজাদ, আমার দাদার নাম তফাজুল হক। ২০০৪ সালে পাকিস্তানে এসে আমার বাবা (আজাদ) আমার মাকে (মেহবুবা) বিয়ে করেন। এরপর বাংলাদেশে ফিরে বাবা অসুস্থ হয়ে মারা যান। বাবার পরিবার সম্পর্কে আমি আর কিছুই জানি না।

গ্রুপে চাচার একটি ছবি দিয়ে তিনি আরও লেখেন, আবু সাদিক আমার বাবার বড় ভাই। যদি কেউ এ পরিবার সম্পর্কে কিছু জানেন, তবে আমাকে জানাবেন। তাহলে আমার পরিবারের সঙ্গে আমার দেখা হবে, এটা হবে আমার জন্য খুবই আনন্দের। রিদার এমন স্ট্যাটাস দেওয়ার ২৩ মিনিটের মধ্যে তার বাবার পরিবারের সদস্যদের সঙ্গে তার পরিচয় হয়। ফুফু ও ফুফাতো বোনের ছেলের সঙ্গে তার কথা হয়।

আমাদের ফেনীর অ্যাডমিন ইমদাদুল হক বলেন, রিদার বাবা দেশে এসে তার মাকে চিঠি পাঠাত। চিঠিতে উল্লেখিত ঠিকানা সংগ্রহ করে ফেনী শব্দ পান রিদা। এরপর গুগলে সার্চ করে জানতে পারেন ফেনী একটি জেলা। পরবর্তী সময়ে তিনি ‘আমাদের ফেনী গ্রুপটি’ পান। ইংরেজিতে বিস্তারিত লিখে তিনি ফেসবুকে একটি পোস্ট দেন। অ্যাডমিন প্যানেল সেটি বাংলায় অনুবাদ করে আবার পোস্ট দেয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় রিদার বাবার পরিবারের সদস্যদের কাছে বার্তাটি পৌঁছে যায়।

তাহরিম রিদা বাবার পরিবারের সদস্যদের পরিচয় পেয়ে বলেন, ফেনীর মানুষকে কী বলে ধন্যবাদ দেব, সে ভাষা আমার নেই। খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।