ঢাকা Friday, 19 April 2024

মাগুরায় পুলিশের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 19:19, 24 August 2022

মাগুরায় পুলিশের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ

মহাসড়কে আগুন জ্বালিয়ে ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ

মাগুরার শ্রীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ কর্মী-সমর্থকদের। মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার রাতে যুবলীগ নেতা চান্দ আলি সরদার নামে এক  ইউপি সদস্য এবং তার দুই ভাই সন্ত্রাসী হামলায় আহত হন। এর প্রতিবাদে রাত সাড়ে ১০টার দিকে মাগুরা জেলা ছাত্রলীগ ও যুবলীগ কর্মী-সমর্থকরা শহরের ভায়নার মোড়ে মহাসড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

ঘণ্টাব্যাপী চলা এ অবরোধের কারণে সড়কের উভয় পাশে দূরপাল্লার শত শত যানবাহন আটকা পড়ে। এ অবস্থায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগ কর্মী-সমর্থকদের সংঘর্ষ বেধে যায়।

শ্রীপুর থানার ওসি প্রিটন সরকার বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।