ঢাকা Wednesday, 24 April 2024

চা-শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 23:28, 23 August 2022

চা-শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে

হবিগঞ্জে চা-শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে বলে জানিয়েছে পঞ্চায়েত কমিটি। মঙ্গলবার (২৩ আগস্ট) জেলার ২৪টি চা বাগানের পঞ্চায়েত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এদিন সকাল থেকে হবিগঞ্জের ২৪টি বাগানের শ্রমিকরা তাদের নিজ নিজ বাগানের সামনে অবস্থান নিয়েছেন। পরবর্তী কর্মসূচি কিংবা কাজে যোগদানের বিষয়ে কেন্দ্রীয় নেতা ও ভ্যালি প্রধানদের নির্দেশনার অপেক্ষায় তারা। ৩০০ টাকা মজুরির দাবি আদায় হলেই কাজে যোগ দেয়ার কথা জানান তারা।

সোমবার (২২ আগস্ট) কয়েকটি বাগানের শ্রমিকরা কাজে যোগ দিলেও মঙ্গলবার (২৩ আগস্ট) তারাও আন্দোলনে অংশ নিয়েছেন। সকাল থেকে মালনীছড়া চা বাগানে জড়ো হয়ে আন্দোলনে যোগ দিতে দেখা গেছে শ্রমিকদের।

শ্রমিক নেতারা জানান, মঙ্গলবার সিলেট ভ্যালির শ্রমিক নেতারা বৈঠকে বসবেন। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলনের গতিপ্রকৃতি নির্ভর করবে।

মালিকরা বলছেন, বেশিরভাগ চা বাগান লোকসানি, তাই সর্বোচ্চ ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা মজুরি দিতে রাজি হয়েছেন তারা।