
ময়মনসিংহ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম। তিনি বর্তমানে জয়পুরহাট জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মাছুম আহাম্মদ ভূঞার পদায়নের বিষয়টি জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স সম্পন্ন করে ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন মাছুম আহাম্মদ ভূঞা। চাকরি জীবনে বিভিন্ন সময়ে কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য তাকে পিপিএস সেবা ও আইজিপি এক্সামপ্লারি গুড সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে মাছুম আহাম্মদ ভূঞা জন্মগ্রহণ করেন। তার সহধর্মিণী একজন চিকিৎক। তিনি এক পুত্র ও এক কন্যার জনক।