ঢাকা Thursday, 25 April 2024

মতলবের কলাকান্দা ইউনিয়নে তৃতীয় দফায় চলছে টিসিবির পণ্য বিক্রি 

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: 01:35, 5 July 2022

মতলবের কলাকান্দা ইউনিয়নে তৃতীয় দফায় চলছে টিসিবির পণ্য বিক্রি 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৬নং কলাকান্দা ইউনিয়নে তৃতীয় দফায় চলছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম। 

সোমবার (৪ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার কলাকান্দা ইউনিয়নে ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলে।

এ সময় টিসিবির ডিলার মহসিন মিয়া অভি, কলাকান্দা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আ. সাত্তার, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শামসুদ্দিন, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আ. বাতেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

জানা গেছে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ধরা হয়েছে ১১০ টাকা, চিনি ৫৫ টাকা এবং মসুর ডাল ৬৫ টাকা।

টিসিবির ডিলার মহসিন মিয়া অভি জানান, বিসমিল্লাহ ট্রেডার্স টিসিবির আওতায় তৃতীয় দফায় কলাকান্দা ইউনিয়নের ৫৯৮ জনকে ফ্যামিলি কার্ড প্রদান করে টিসিবি মূল্যে ৪০৫ টাকার প্যাকেজে পণ্য বিক্রি করছে।