ঢাকা Friday, 29 March 2024

ধর্মপাশায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু

স্টার সংবাদ 

প্রকাশিত: 00:13, 5 July 2022

ধর্মপাশায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

সোমবার (৪ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের জানিয়ারচর হাওরের ঘুমরাইন হাওর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার রাজাপুর এলাকার মহাব্বত আলীর ছেলে মানিক মিয়া (৩২) ও জানিয়ারচর গ্রামের দিকচান মিয়ার ছেলে নিয়া শাহ (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার জানিয়ারচর গ্রামের ঘুমরাইল হাওরে মাছ ধরতে যান ছয় জেলে। এ সময় ঘুমরাইল হাওরের মোঘরাইন বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে বজ্রপাতে ঘটনাস্থলেই মানিক মিয়া ও নিয়া শাহের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও একজন। তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ধর্মপাশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজন মারা গেছেন এবং একজন আহত হয়েছেন। মৃত দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।