ঢাকা Thursday, 25 April 2024

খোকসায় ভ্রাম্যমান আদালতে গাঁজা ব্যবসায়ীকে জেল-জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: 19:35, 2 July 2022

আপডেট: 19:35, 2 July 2022

খোকসায় ভ্রাম্যমান আদালতে গাঁজা ব্যবসায়ীকে জেল-জরিমানা

কুষ্টিয়ার খোকসা উপজেলার ভ্রাম্যমান আদালতে গাঁজা ব্যবসায়ী মামুনুর মন্ডল কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫'শ টাকা অর্থদণ্ড দিয়েছে। 

অভিযুক্ত মামুন মন্ডল (৩১) রাজবাড়ী জেলার পাংশা থানার হলুদ বাড়িয়া ইউনিয়নের জনাব মণ্ডলের ছেলে। 

জানাগেছে, শনিবার (২ জুলাই) সকাল সাড়ে ১১ টার সময় এসআই নিপেন চন্দ্র দাস নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা অবস্থায় খোকসা ও পাংশার সীমান্তবর্তী কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের পাশে শিয়ালডাঙ্গী নামক স্থানে গাঁজা বিক্রিরত অবস্থায় মামুন মন্ডল কে গ্রেফতার করেন। পরে তার কাছ থেকে তিন গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খোকসা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইসাহাক আলী ঘটনাস্থলে উপস্থিত হন। 

স্থানীয় এলাকাবাসী ও অভিযুক্ত মামুন মন্ডল এর স্বীকারোক্তি মোতাবেক খোকসা থানা এসআই নিপেন চন্দ্র দাস এর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসাহাক আলী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ৯ এর (গ) ধারা মোতাবেক তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫'শ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

পরে দুপুরে দন্ডিত মামুন মন্ডল কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান।