ঢাকা Saturday, 20 April 2024

পাবনায় মসজিদের ইমামের বেতন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 18:57, 2 July 2022

পাবনায় মসজিদের ইমামের বেতন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

পাবনার চাটমোহর উপজেলার মধ্যপাড়া গ্রামের জামে মসজিদে ইমামের টাকা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১ জুলাই) জুমার নামাজের পর এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন চাটমোহর উপজেলার গুনাইগাছা মধ্যপাড়া (চরপাড়া) গ্রামের মানিক মণ্ডলের ছেলে হামিদুল (৩৬), আবদুর রাজ্জাকের ছেলে লালন (৩৫) ও শাজাহান আলীর ছেলে ইসরাইল (৩৭)। বাকিদের পরিচয় জানা যায়নি।

মসজিদটির বর্তমান সভাপতি এস্কেন্দার আলী জানান, মসজিদের মুসুল্লিদের মধ্যে দীর্ঘদিন ধরে চাপা উত্তেজনা ছিল। আগের কমিটি টাকা-পয়সার হিসাব না দেওয়ায় সাম্প্রতিক সময়ে দ্বন্দ্ব আরও বেড়ে যায়। শুক্রবার ইমামের বকেয়া বেতনের টাকা দিতে গেলে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের ১০ জন আহত হলেও গুরুতর আহত পাঁচজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে লালনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংঘর্ষের কথা শুনেছি। তবে এখনও কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।