ঢাকা Thursday, 25 April 2024

সুনামগঞ্জে বাড়ছে পানি, বন্যা অবনতির আশঙ্কা

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 16:52, 30 June 2022

আপডেট: 16:53, 30 June 2022

সুনামগঞ্জে বাড়ছে পানি, বন্যা অবনতির আশঙ্কা

সুনামগঞ্জের ছাতক দোয়ারাবাজার ও সদর উপজেলায় গত তিন দিনের টানা বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। এরই মধ্যে ফের পানিবন্দি হয়ে পড়েছেন মানুষ।

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে সুনামগঞ্জ শহরের নিম্নাঞ্চলের রাস্তাঘাট পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সুরমা নদীর পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৮৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি ১১ সেন্টিমিটার বেড়েছে। সীমান্ত নদী যাদুকাটা, খাসিয়ামারা, চেলা, চলতিসহ পাহাড়ি নদী দিয়ে স্বল্প পরিমাণে উজানের ঢল নামছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, সুনামগঞ্জে উজানের ঢল ও টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। এভাবে টানা বৃষ্টি হলে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই।