ঢাকা Saturday, 20 April 2024

ছেংগারচর পৌরসভায় দ্বিতীয় দফায় টিসিবির পণ্য বিক্রি 

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: 21:58, 29 June 2022

ছেংগারচর পৌরসভায় দ্বিতীয় দফায় টিসিবির পণ্য বিক্রি 

ফ্যামিলি কার্ডের মাধ্যমে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় দ্বিতীয় দফায় চলছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম।

বুধবার (২৯ জুন) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত ছেংগারচর পৌরসভার ৭, ৮ ও ৯ নংওয়ার্ডে ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে এসব পণ্য বিক্রি করা হয়। 

এ সময় ছেংগারচর পৌরসভার সচিব শাহ সুফিয়ান খান, টিসিবির ডিলার মহসিন মিয়া অভি, ছেংগারচর পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আহসান হাবীব, সাবেক মহিলা কাউন্সিলর শিউলী বেগম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. মোসলেম দেওয়ান, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. বোরহান উদ্দিন প্রধান, মো. রুহুল কুদ্দুস প্রমুখ নেতা উপস্থিত ছিলেন। 

জানা গেছে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ধরা হয়েছে ১১০ টাকা, চিনি ৫৫ টাকা এবং মসুর ডাল ৬৫ টাকা।

টিসিবির ডিলার মহসিন মিয়া অভি জানান, বুধবার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে ১ হাজার ১৩৬ জন কার্ডধারীকে দ্বিতীয় দফার টিসিবির পণ্য দেয়া হয়েছে।