ঢাকা Saturday, 20 April 2024

চিলমারীতে বন্যা পরিস্থিতির উন্নতি

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: 22:38, 23 June 2022

চিলমারীতে বন্যা পরিস্থিতির উন্নতি

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। 

গতকাল বুধবার (২২ জুন) চিলমারী পয়েন্টে পানি বিপদসীমার ৫১ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হলেও আজ বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ৯টা পর্যন্ত পানি ১৯ সে.মি. কমে বিপদসীমার ৩২ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

পানি উন্নয়ন বোর্ডের চিলমারী পয়েন্টের গেজ রিডার জোবায়ের রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে ব্রহ্মপুত্র তীরবর্তী অনেকের বাসাবাড়ি থেকে পানি নেমে যাওয়ায় দুর্ভোগ কিছুটা কমেছে। 

উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান জানান, আমরা সার্বক্ষণিক পরিস্থিতির ওপর নজর রাখছি। দুর্গতদের দেখভাল করছি। বন্যাপরবর্তী দুর্যোগ মোকাবিলায় প্রশাসন কাজ করে যাচ্ছে।