ঢাকা Saturday, 20 April 2024

জামালপুরে বন্যায় পানিবন্দি লাখো মানুষ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 18:06, 23 June 2022

জামালপুরে বন্যায় পানিবন্দি লাখো মানুষ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি গত ঘণ্টায় ১৩ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। তবে বন্যার পানি কমতে শুরু করায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

জানা গেছে, ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি এখনও অব্যাহত রয়েছে। সব মিলিয়ে জেলার ৬টি উপজেলার ৩২টি ইউনিয়নের প্রায় ৭০ হাজার মানুষ পানিবন্দি রয়েছে। একই সঙ্গে বন্ধ রয়েছে শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান। এদিকে বন্যার পানিতে তলিয়ে গেছে ৪ হাজার ১০ হেক্টর ফসলি জমির আউশ, পাট, মরিচ, সবজিখেত। অন্যদিকে বন্যাদুর্গতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে ৮০টি মেডিকেল টিমের মধ্যে একটি মেডিকেল টিম কাজ করছে। এ ছাড়াও দুর্গতদের জন্য ৩৫০ টন চাল ও নগদ ৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বন্যাদুর্গতদের জন্য ৩৫০ টন চাল ও নগদ ৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন।