ঢাকা Tuesday, 23 April 2024

ময়মনসিংহ শহরে ভবনের অননুমোদিত অংশ ভেঙে দিয়েছেন আদালত

ব্যুরো প্রধান, ময়মনসিংহ 

প্রকাশিত: 23:42, 21 June 2022

ময়মনসিংহ শহরে ভবনের অননুমোদিত অংশ ভেঙে দিয়েছেন আদালত

ময়মনসিংহ শহরের শম্ভুগঞ্জ মাঝিপাড়া এলাকায় অনুমোদিত নকশা অনুসারে ভবন নির্মাণ না করায় মঙ্গলবার (২১ জুন) সকালে অভিযান চালিয়েছেন সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। 

এসময় রাস্তার ওপর নির্মিত ভবনের অবৈধ অংশসহ রাস্তার সীমানা থেকে ৪ ফুট জায়গায় নির্মিত ভবনের অবকাঠামো ভেঙে দেয়া হয়। একই সঙ্গে ভবন মালিকের নামে অনুমোদনকৃত ছয়তলা ভবনের অনুমোদনও বাতিল করেছে করপোরেশন। 

নগরীর প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান এ অভিযানে নেতৃত্ব দেন। তিনি বলেন, অনুমোদিত নকশা বাইরে ভবন নির্মাণ করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সিটি করপোরেশন আইন অনুযায়ী নিয়মিত এ অভিযান চলবে। 

অভিযানকালে ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহজাহান, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।