ঢাকা Saturday, 20 April 2024

১৮ ঘণ্টা পর স্বাভাবিক ওসমানী হাসপাতাল

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 20:14, 19 June 2022

১৮ ঘণ্টা পর স্বাভাবিক ওসমানী হাসপাতাল

ফাইল ছবি

দীর্ঘ ১৮ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিবেশ। আজ রোববার (১৯ জুন) ভোরে পানি নেমে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহও স্বাভাবিক হয়েছে। ফলে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে এ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। 

এর আগে বন্যার পানি উঠে যাওয়ায় বন্ধ হয়ে যায় হাসপাতালটির বিদ্যুৎ ব্যবস্থা। এতে চরমভাবে বিঘ্নিত হয় চিকিৎসাব্যবস্থা। ভোগান্তি পোহাতে রোগী ও তাদের স্বজনদের। 

রোববার দুপুরে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, ভোরে পানি নেমেছে। এরপর হাসপাতালের সার্বিক বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক হওয়ার পর সব ধরনের চিকিৎসাসেবা চালু হয়েছে। 

তিনি বলেন, তবে আমরা বিশেষ ব্যবস্থায় ছোট জেনারেটর দিয়ে আইসিইউসহ অতি গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোতে আলোর ব্যবস্থা করেছি।

হাসপাতালটির পরিচালক আরো বলেন, পানি নেমে গেলেও আবার বন্যা হতে পারে - এমন আশঙ্কায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। এছাড়া নিচতলার কার্যক্রম এখনো পুরোপুরি চালু হয়নি। আমরা বিভিন্ন যন্ত্রপাতি এখন আবার ঠিকমতো স্থাপন করছি।

এদিকে সরেজমিন হাসপাতালে গিয়ে দেখা যায়, পানি নেমে যাওয়ার পর থেকে চলছে ধোয়ামোছার কাজ। দ্রুত হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক করতে ব্যস্ত সবাই। 

হাসপাতালটির চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিরা জানান, গতকাল বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে সবাইকে। বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ আরো বেড়েছে। এখন পানি নেমে যাওয়াতে দ্রুত চিকিৎসাব্যবস্থা স্বাভাবিক করে রোগীদের সেবার দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। 

তারা আরো জানান, গতকালও হাসপাতালে আসা রোগীদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেয়া হয়েছে। চিকিৎসাসেবা কখনো পুরোপুরি বন্ধ করা হয়নি। সীমিত সুযোগ-সুবিধা নিয়েই কার্যক্রম চালু রাখা হয়েছিল।