ঢাকা Tuesday, 16 April 2024

নয় ঘণ্টা পর আদমজী ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 23:22, 17 June 2022

নয় ঘণ্টা পর আদমজী ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

ছবি সংগৃহীত

ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় দীর্ঘ নয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের আগুন।

আজ শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টায় ইপিজেডের ভেতর একটি নির্মাণাধীন কারখানার পাইলিংয়ের সময় আগুনের সূত্রপাত হয়। সকাল সাড়ে ১০টার দিকে গ্যাসলাইন ফেটে বিস্ফোরণ হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। তারা টানা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ইপিজেড, হাজীগঞ্জ ও মণ্ডলপাড়া স্টেশনসহ বিভিন্ন স্টেশনের নয়টি ইউনিট ও ৬৫ জন দক্ষ কর্মী আগুন নেভাতে সক্ষম হয়েছেন। আগুনের সূত্রপাত কীভাবে তা পরে জানা যাবে। আপাতত কেউ হতাহত হননি। 

তিনি আরো জানান, গ্যাসলাইনে গ্যাস সরবরাহ বন্ধ না হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। এখন গ্যাস সরবরাহ বন্ধ হওয়াতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ডাম্পিং চলছে।