ঢাকা Tuesday, 16 April 2024

চুয়াডাঙ্গায় মাঙ্কিপক্স! আইসোলেশনে নারী

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 19:33, 10 June 2022

চুয়াডাঙ্গায় মাঙ্কিপক্স! আইসোলেশনে নারী

চুয়াডাঙ্গায় এক নারীর শরীরে মাঙ্কিপক্সের মতো উপসর্গ দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে ওই নারী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে।

চিকিৎসকরা জানান, ওই নারী কোনো সময় বিদেশ ভ্রমণ করেননি। তাই পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এখনই এটিকে মাঙ্কিপক্সের উপসর্গ বলা যাবে না।

ওই নারীর ছেলে বলেন, মঙ্গলবার আমার মায়ের হাতের তালুসহ শরীরের কিছু অংশে ফোস্কা উঠতে শুরু করে। পরে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেয়া হয়। মায়ের শরীরের ফোস্কাগুলো সাধারণ পক্সের উপসর্গ হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ বিষয়ে সদর হাসপাতালের চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, অসুস্থ অবস্থায় ওই নারী হাসপাতালে আসেন। তার হাতের তালু, আঙুল ও শরীরের বিভিন্ন অংশে ফোস্কা উঠেছে। শরীরে জ্বরও ছিল। তার শরীরে মারবেলের মতো এক ধরনের পক্সের উপসর্গ থাকায় বিষয়টি সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ককে জানানো হয়। পরে তাদের পরামর্শে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই তাকে হোম আইসোলেশনে পাঠানো হয়।

এ বিষয়ে সিভিল সার্জন সাজ্জাত হাসান বলেন, বিষয়টি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে জানানো হয়েছে। শুক্রবার তারা এসে ওই নারীর শরীরের নমুনা সংগ্রহ করবেন। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পক্সের ধরন সম্পর্কে জানা যাবে। এটা নিয়ে জেলাবাসীকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান তিনি।