ঢাকা Tuesday, 23 April 2024

নাটোরে টিকটক ভিডিও করায় স্কুলের তিন শিক্ষার্থী বহিষ্কার

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 19:26, 29 May 2022

নাটোরে টিকটক ভিডিও করায় স্কুলের তিন শিক্ষার্থী বহিষ্কার

বিদ্যালয়ের পোশাক পরে টিকটক ভিডিও করার অভিযোগে নাটোর সদর উপজেলার চন্দ্রকলা উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় রবিবার (২৯ মে) স্কুলের শিক্ষার্থীরা স্টাফরুম ভাঙচুর করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, বিদ্যালয়ের পোশাক পরা অবস্থায় নবম শ্রেণির শিক্ষার্থীদের ভিডিও তাকে দেখানো হয়। পরে বিষয়টি নিয়ে স্কুল কমিটির সিদ্ধান্তে শনিবার (২৮ মে) ওই তিন শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।

তিনি বলেন, শনিবার ওই তিন শিক্ষার্থীকে টিসি প্রদান করা হয়েছে। বহিষ্কার শিক্ষার্থীদের মধ্যে দুজন ছাত্র ও একজন ছাত্রী।

নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, শিক্ষার্থীরা প্রাপ্তবয়স্ক না। তাদের বহিষ্কার না করে অভিভাবকদের ডেকে সতর্ক করা উচিত ছিল।
 
বহিষ্কার হওয়া এক ছাত্রের পরিবারের দাবি, গান করার ভিডিও ফেসবুকে দেয়া হয়েছিল। বিষয়টি শিক্ষার্থীদের অভিভাবকদের না জানিয়ে বহিষ্কার করা হয়। বছরের মাঝামাঝি সময় হওয়ায় তাদের নতুন করে অন্য বিদ্যালয়ে ভর্তি করে রেজিস্ট্রেশনের সুযোগ না থাকায় তাদের শিক্ষা জীবন থেকে ঝরে যাবে।