ঢাকা Friday, 29 March 2024

নেদারল্যান্ডসে প্রশিক্ষণে গিয়ে লাপাত্তা ২ কনস্টেবল

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 00:16, 28 May 2022

নেদারল্যান্ডসে প্রশিক্ষণে গিয়ে লাপাত্তা ২ কনস্টেবল

নেদারল্যান্ডসে প্রশিক্ষণে গিয়ে লাপাত্তা চট্টগ্রাম মহানগর পুলিশের দুই কনস্টেবল। ডগ স্কোয়াড গঠনের উদ্দেশ্যে সম্প্রতি আট পুলিশ সদস্যকে প্রশিক্ষণার্থে নেদারল্যান্ডস পাঠায় চট্টগ্রাম মহানগর পুলিশ।  

এ বিষয়ে চট্টগ্রামের পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ সংবাদমাধ্যমকে জানান, আটজনের মধ্যে ছয়জন গত মঙ্গলবার (২৫ মে) দেশে ফিরেছেন। দুজন ফেরেননি। তারা হলেন কনস্টেবল মো. শাহ আলম এবং কনস্টেবল রাসেল চন্দ্র দে। 

জানা গেছে, দেশে ফেরার আগের দিন তারা হোটেল থেকে বেরিয়ে যান। পরে তাদের আর কোনো খোঁজ পাননি সঙ্গীরা। 

পুলিশ কমিশনার জানান, ওই দুজনের বিষয়ে পুলিশ সদর দফতরে ‘মিসিং রিপোর্ট’ করা হয়েছে।

ডগ স্কোয়াড গঠনের জন্য গত বছর পুলিশ সদর দফতরে একটি প্রস্তাব পাঠায় চট্টগ্রাম নগর পুলিশ। এরপর ‘ম্যানেজমেন্ট, হ্যান্ডলিং অ্যান্ড ট্রেইনিং অব ডগ’ বিষয়ে প্রশিক্ষণ নিতে গত ৯ মে আট সদস্যের প্রতিনিধিদলটি নেদারল্যান্ডসে যায়।

চট্টগ্রামের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে ওই দলে ছিলেন একজন এসআই (সশস্ত্র), একজন নায়েক এবং পাঁচজন কনস্টেবল।

পুলিশ কমিশনার তানভীর বলেন, শাহ আলম ও রাসেল আটদিনের প্রশিক্ষণ শেষ করেন। কিন্তু দেশে ফেরার আগের দিন তারা দুজন হোটেল থেকে বের হয়ে যান। পরে আর ফেরেননি।

ইতোমধ্যে তাদের বিষয়ে তদন্ত শুরু হয়েছে জানিয়ে বলে জানান চট্টগ্রামের পুলিশ প্রধান।