ঢাকা Friday, 26 April 2024

ঘুষসহ দুদকের হাতে ধরা খেলেন উপমহাপরিদর্শক

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 00:15, 26 May 2022

ঘুষসহ দুদকের হাতে ধরা খেলেন উপমহাপরিদর্শক

ঘুষের ৮০ হাজার টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে ধরা পড়েছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপমহাপরিদর্শক মোস্তাফিজুর রহমান। 

আজ বুধবার (২৫ মে) বিকেলে দিনাজপুরে নিজ কার্যালয়ে দুদকের হাতে ঘুষসহ ধরা পড়েন এই কর্মকর্তা। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবীর পলাশ। 

সংবাদমাধ্যমকে দুদকের এই কর্মকর্তা বলেন, চিরিরবন্দর উপজেলার আম্বারি এলাকার অটো রাইস মিল ঈষান এগ্রো অ্যান্ড ফুড লিমিটেডের লাইসেন্স নবায়নের জন্য ৮০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন মোস্তাফিজুর রহমান। বুধবার ঘুষের টাকা নিয়ে ঈষানের কর্মকর্তা রাশেদুজ্জামান রাসেল যান উপমহাপরিদর্শক মোস্তাফিজুর রহমানের কার্যালয়ে। সেখানেই বিকাল সাড়ে ৪টার দিকে মোস্তাফিজুর রহমানকে ঘুষের টাকাসহ আটক করা হয়। 

সরকারি এই কর্মকর্তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দিনাজপুর জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবীর পলাশ।