ঢাকা Friday, 26 April 2024

ইভিএমের ভুল-ত্রুটি ধরতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 02:40, 22 May 2022

ইভিএমের ভুল-ত্রুটি ধরতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, ইভিএমের কোনো ভুল-ত্রুটি যদি কেউ ধরতে পারে, তার জন্যে প্রধান নির্বাচন কমিশনার ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেয়ার ঘোষণা প্রদান করেছেন। তবে ইভিএম নিয়ে অনেকে অনেক কথা বলেন। এজন্য আমরা আগামীতে দেশে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে নিয়ে বসব।

শনিবার (২১ মে) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় মাদারীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ্রের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার চাই লাউ মারমা।

মো. আনিছুর রহমান বলেন, আমাদের ইভিএম মেশিনের মতো সেরা মেশিন পৃথিবীর কোথাও নেই। রাজনৈতিক প্রতিটি দলে আইটি বিশেষজ্ঞ আছে, তাদেরও আমরা আমাদের মেশিন দেখাব। তাদের হাতে ছেড়ে দেব, দেখান কোথায় ভুল আছে? 

মাদারীপুরের উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসারদের উদ্দেশে মো. আনিছুর রহমান বলেন, আপনারা অফিসে ইভিএম রাখবেন, যাতে করে মানুষ সেটা দেখতে পারে কীভাবে ভোট প্রয়োগ করতে হয়। অনেকে বলে এক জায়গায় ভোট দিলে অন্য জায়গায় চলে যায়। এ ধরনের ভ্রান্ত ধারণা দূর করতে হবে।

তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক। বর্তমান কমিশনে আমরা যারা আছি সবাই জনগণের অধিকার জনগণকে প্রয়োগ করতে দেব। যত বাধাবিপত্তি আসুক না কেন আমরা তা প্রতিহত করব। যদি প্রতিহত করতে না পারি তাহলে বসে থাকব না, চলে যাব।

সভাটি সঞ্চালনা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন। সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।