ঢাকা Friday, 19 April 2024

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: 19:54, 12 May 2022

আপডেট: 20:58, 12 May 2022

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মো. জাহিদুল ইসলাম (৩১) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১২ মে) ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা পৌর এলাকার চরভাবলা নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (এস আই) মো. লিটন স্টার সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত জাহিদুল  টাঙ্গাইল পৌরসভার ভাল্লুককান্দি এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে।

জাহিদুল ইসলামের খালাতো ভাই হাবিবুর রহমান  স্টার সংবাদকে জানান, জাহিদুল এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত মহাসড়কের কাজ দেখাশোনা করতেন। বৃহস্পতিবার সকালে বগুড়া থেকে টাঙ্গাইলের দিকে মোটরসাইকেলে করে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পুর্ব থানার (এস আই) মো. লিটন জানান, প্রকৌশলী জাহিদুল ইসলাম মটরসাইকেল যোগে উত্তরবঙ্গ থেকে টাঙ্গাইলের দিকে আসার পথে চরভাবলা নামকস্থানে পৌঁছালে অজ্ঞাত যান তাকে ধাক্কা দেয়।
পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। লাশ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি পক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর  করা হবে।